"পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন
প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন"
এই স্লোগানকে সামনে রেখে ৩রা ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ/১৬ ফেব্রুয়ারি ২০২২, রোজঃ বুধবার সারাদেশের ন্যায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ফরিদপুর, পাবনা কর্তৃক আয়োজিত হয় "প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২"
উপজেলা নির্বাহী অফিসার মোসা: জেসমীন আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মো: ইউসুফ আলী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: জহুরুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নাসরিন পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মুর্শিদা খাতুন, ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার হোসেন, বিএল বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম রিপন ও প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল হাফিজ। খামারীদের পক্ষে বক্তব্য রাখেন সফল খামারী, কাউন্সিলর ও প্যানেল মেয়র মো: সাইফুল ইসলাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস